ফুটবলকে ল্যাম্পার্ডের বিদায়

চেলসি ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 02:45 PM
Updated : 2 Feb 2017, 02:47 PM

গত বছর যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের ক্লাব নিউ ইয়র্ক সিটিতে খেলা ৩৮ বছর বয়সী ল্যাম্পার্ড বৃহস্পতিবার অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন। এরই সঙ্গে শেষ হলো তার ২১ বছরের বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ার।

চেলসির হয়ে ৬৪৯ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১০৬টি ম্যাচ খেলা ল্যাম্পার্ড বলেন, “খেলা চালিয়ে যেতে বেশ কিছু আকর্ষনীয় প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু ৩৮ বছর বয়সে আমার মনে হচ্ছে, জীবনের নতুন অধ্যায় শুরু করার এটাই সময়।”

রায়ান গিগস (৬৩২) ও গ্যারেথ ব্যারির (৬১৫) পরে প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ ৬০৯টি ম্যাচ খেলেছেন ল্যাম্পার্ড। ১৭৭টি গোল করে ইপিএলের গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি।