২০১৮ কমনওয়েলথ গেমসে দৌড়াবেন না বোল্ট

এ বছর লন্ডনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন উসাইন বোল্ট। সেই সিদ্ধান্তেই অটল আছেন জ্যামাইকান গতিমানব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 02:42 PM
Updated : 2 Feb 2017, 02:43 PM

সিদ্ধান্ত পাল্টে অস্ট্রেলিয়ায় ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ফেরার কোনো সম্ভাবনা্ নেই বলে জানিয়ে দিয়েছেন বোল্ট।

গত গ্রীষ্মে ব্রাজিলের রিও দে জেনেইরো অলিম্পিকে তিনটি সোনা জিতে ‘ট্রিপল ট্রিপল’ পূর্ণ করেন বোল্ট। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকেও ১০০, ২০০ ও ৪*১০০ মিটারে সোনার পদক জিতেছিলেন তিনি।

কিন্তু ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে জ্যামাইকার ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতা দলের সদস্য নেস্টা কার্টার নিষিদ্ধ উপাদান নিয়েছিলেন প্রমাণ হওয়ায় একটি সোনা হারাতে হয়েছে বোল্টকে।

২০১৪ সালে গ্ল্যাসগোয় জ্যামাইকা রিলে দলের হয়ে বোল্ট কমনওয়েলথ গেমসে তার একমাত্র সোনার পদকটি জিতেন। আয়োজকদের আশা ছিল, ৩০ বছর বয়সী বোল্ট আগামী আসরেও অংশ নেবেন। কিন্তু তেমন কোনো সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি।

নাইট্রো অ্যাথলেটিক্স সিরিজে অংশ নিতে বোল্ট এখন মেলবোর্নে আছেন।

সেখানেই বৃহস্পতিবার সাংবাকিদের তিনি বলেন, “আগামী মৌসুমে এখানে আসতে, জেতার মতো পর্যায়ে পৌঁছাতে আমাকে কঠিন অনুশীলন করতে হবে। এটা হচ্ছে না।"

নাইট্রো অ্যাথলেটিক্স সিরিজে ‘অল স্টার্স’ দলকে নেতৃত্ব দেবেন বোল্ট। ইংল্যান্ড, চীন, নিউ জিল্যান্ড ও জাপানকে প্রতিনিধিত্ব করা আরও চারটি দল এতে অংশ নেবে।