‘বড় মঞ্চে মেসির সেরাটা দেখা যায়’

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ লু্ইস এনরিকে। বার্সেলোনা কোচের মতে, বড় মঞ্চে দলের যখন সবচেয়ে বেশি দরকার তখনই জ্বলে ওঠেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 12:08 PM
Updated : 2 Feb 2017, 12:08 PM

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে দারুণ খেলেন মেসি। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে দুই পা আড়াআড়ি এগিয়ে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মেসির ‘ট্রেডমার্ক’ শট বাঁ দিকের পোস্টে লেগে জালে জড়ায়। গোল করা ছাড়াও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এর আগে ম্যাচের শুরুতেই লুইস সুয়ারেসের একক নৈপু্ণ্যে এগিয়ে যায় বার্সেলোনা।

দলের সেরা তারকার প্রশংসায় ম্যাচ শেষে এনরিকে বলেন, “বড়, বিশেষ ম্যাচগুলোয় মেসি জ্বলে উঠে। তাকে বর্ণনা করার মতো খুব বেশি শব্দ আর বাকি নেই। বড় ম্যাচেই আমরা মেসির সেরাটা দেখি।”

প্রতিপক্ষের মাঠে এই জয়ে ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা।

হলুদ কার্ডের জন্য নেইমার আগামী সপ্তাহে কাম্প নউ হতে যাওয়া ফিরতি লেগে খেলতে পারবেন না। তবে তাতে চিন্তিত নন এনরিকে।

“এই শূন্যতা বিশ্বে কোনো দল যদি পূরণ করতে পারে তাহলে সেটা বার্সা। নেইমার আমাদের এক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আমাদের কিছু খেলোয়াড় আছে যারা এই পজিশনে খেলতে পারে।”