ইন্টারকে হারিয়ে লিগ শিরোপার পথে এগুনোর লক্ষ্য হিগুয়াইনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2017 04:57 PM BdST Updated: 31 Jan 2017 04:57 PM BdST
ইন্টার মিলানের বিপক্ষে জিতলে সেরি আ শিরোপা জয়ের পথে ইউভেন্তুস অনেকটা এগিয়ে যাবে বলে বিশ্বাস গনসালো হিগুয়াইনের। ম্যাচটি কঠিন হবে বলে সতীর্থদের সতর্ক করলেও জয়ের ব্যাপারে আশাবাদী এই আর্জেন্টাইন।
লিগে সবশেষ সাত ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার থেকেও ভালো বলে মনে করেন দলটির গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
হিগুয়াইনের মতেও দারুণ ছন্দে থাকা ইন্টার বর্তমানে এক অদম্য শক্তি। এরপরও দলটির বিপক্ষে রোববারের ম্যাচ নিয়ে আশাবাদী তিনি।
"ইন্টারের প্রশংসায় বুফ্ফনের কথাগুলো সঠিক। বতর্মান ফর্মের বিচারে তারা রিয়ালের পর্যায়ে।"
"কিন্তু আমরা যদি রোববার তাদের হারাতে পারি, তাহলে আমরা শিরোপা জয়ের পথে বড় এক ধাপ এগিয়ে যাবো।"
তবে লক্ষ্য পুরণে সতীর্থদের সঠিক মনোভাব নিয়ে খেলার তাগিদ দিলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক খেলোয়াড়।
সাংবাদিকদের ২৯ বছর বয়সী হিগুয়াইন বলেন, "ইন্টারের দারুণ একটি ইতিহাস রয়েছে এবং তারা অনেক শিরোপা জিতেছে।"
বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস ২১ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইন্টার।
দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৪৭। ৪৫ পয়েন্ট নিয়ে নাপোলি আছে তৃতীয় স্থানে।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে