বেলের ফেরা নিয়ে তাড়াহুড়া নেই জিদানের

চোট কাটিয়ে ওঠার পথে থাকা গ্যারেথ বেলের ফেরা নিয়ে তাড়াহুড়া করতে চান না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2017, 03:14 PM
Updated : 30 Jan 2017, 03:49 PM

গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের মাঠে রিয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে গোড়ালির গাঁটে চোট পান বেল। লন্ডনে অস্ত্রোপচারও করাতে হয় তার।

"গ্যারেথ ফিরতে একটু বেশি সময় নিচ্ছে। যদিও বুট পায়ে এরই মধ্যে সে মাঠে অনুশীলনে নেমে পড়েছে। এটা একটা ভাল দিক।" 

লা লিগার ম্যাচে রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়ার পর জিদান ওয়েলসের ফরোয়ার্ড বেলের ফেরার ব্যাপারে ক্লাবের ওয়েবসাইটকে বলেন, "এটা (বেলের ফেরা) আমাদের অবশ্যই ধাপে ধাপে নিতে হবে এবং তার ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না।"

চোটে পড়ার আগে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৬টি ম্যাচ খেলে বেল ৭টি গোল করেন এবং সতীর্থদের দিয়ে করান আরও ৩টি গোল। 

দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের ফেরা নিয়ে কোনো সময়সীমাও বেঁধে দিচ্ছেন না জিদান। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ১৫ ফেব্রুয়ারি নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না এই উইঙ্গার। তবে ৭ মার্চ হতে যাওয়া ফিরতি লেগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।