আফ্রিকান নেশনস কাপের সেমিতে মিশর ও ঘানা

শেষ মুহূর্তে মাহমুদ কাহরাবার নাটকীয় এক গোলে মরক্কোকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের সেমি-ফাইনালে উঠেছে মিশর। আইয়ু ভাইদের নৈপুণ্যে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো প্রতিযোগিতাটির শেষ চারে উঠেছে ঘানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2017, 12:34 PM
Updated : 30 Jan 2017, 12:34 PM

গ্যাবনের লিব্রেভিলেতে বুধবার সাতবারের চ্যাম্পিয়ন মিশর ফাইনালে ওঠার লড়াইয়ে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে। পরের দিন ফ্রান্সভিলে দ্বিতীয় সেমি-ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ঘানা লড়বে ক্যামেরুনের সঙ্গে।

রোববার রাতে কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে অনেকটা ব্যাক-ফুটে ছিল মিশর। কিন্তু ৮৭তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে দারুণ এক গোলে নীল নদের দেশটিকে এগিয়ে নেন কাহরাবার। মরক্কোর বিপক্ষে গত ৩১ বছরে মিশরের এটাই প্রথম জয়।

কঙ্গোর বিপক্ষে ঘানার জয়ের নায়ক ছিলেন দুই ভাই জর্ডান আইয়ু ও আন্দ্রে আইয়ু। তাদের নৈপুন্যে ২-১ গোলের জয় পায় ‘ব্ল্যাক স্টারস’ নামে পরিচিত দলটি।

৪৬টি ফাউলের বিশৃঙ্খলাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। ৬৩তম মিনিটে ঘানাকে এগিয়ে নেন জর্ডান আইয়ু। পাঁচ মিনিট পর দূরপাল্লার এক শটে গোলটি শোধ করেন কঙ্গোর পল হোসে এম্পকু। এরপর আন্দ্রে আইয়ু পেনাল্টি থেকে গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে গত আসরের ফাইনালিস্ট ঘানা।

শনিবার কোয়ার্টার-ফাইনালে বুরকিনা ফাসো ২-০ গোলে হারায় তিউনিশিয়াকে। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে সেনেগালকে হারায় ক্যামেরুন।