শীর্ষস্থানের লড়াইয়ে থাকা অন্য দুই দল অঘটনের শিকার হওয়ায় রিয়াল মাদ্রিদের সামনে ছিল ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ। ক্রিস্তিয়ানো রোনালদো ও মাতেও কোভাসিচের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে জিনেদিন জিদানের দল।
Published : 30 Jan 2017, 02:37 AM
সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা সোসিয়েদাদকে ৩-০ গোলে হারায় রিয়াল। একটি করে গোল করেন কোভাসিচ, রোনালদো ও আলভারো মোরাতা।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা ও সেভিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। বার্সেলোনা ও সেভিয়া খেলেছে ২০টি করে ম্যাচ।
টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া রিয়াল সম্প্রতি হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে। দুই সপ্তাহ আগে লিগে সেভিয়ার কাছে ২-১ গোলে হার দিয়ে ছন্দপতনের শুরু। তিন দিন পর কোপা দেল রেতে সেল্তা ভিগোর কাছে হার এবং ফিরতি লেগে ড্র করে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া।
এরই মাঝে ৩৮তম মিনিটে জ্বলে ওঠেন কোভাসিচ, বলতে গেলে একক নৈপুণ্যে এগিয়ে দেন দলকে। রোনালদোর ছোট পাস ধরে দারুন ক্ষিপ্রতায় ডি বক্সে ঢুকে কোনাকুনি নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
বিরতির আগের পাঁচ মিনিটে ভালো দুটি আক্রমণ করেছিল অতিথিরা। প্রথমটি কেইলর নাভাস ঝাঁপিয়ে রুখে দেওয়ার পর হুয়ানমির শট পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে যায়।
গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লুইস সুয়ারেস, তার গোল ১৬টি। ১ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনার আরেক তারকা লিওনেল মেসি।
৭২তম মিনিটে মোরাতা হেডে বল জালে জড়ালেও অফসাইডের বাঁশি বেজে ওঠে। দুই মিনিট পর কাসেমিরোকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার মার্তিনেস।
৮৩তম মিনিটে সেই হেডেই জয় নিশ্চিত করেন বেনজেমার বদলি নামা মোরাতা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের দারুণ ক্রসে ঝাঁপিয়ে বলে মাথা ছোঁয়ান এই স্প্যানিশ স্ট্রাইকার।
দিনের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। আরেক ম্যাচে এসপানিওলের মাঠে ৩-১ গোলে হেরে গেছে সেভিয়া। মেসিদের সমান ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি।