লা লিগায় গোল-লাইন প্রযুক্তি চান এনরিকে

রিয়াল বেতিসের মাঠে বার্সেলানার পয়েন্ট হারানোর ম্যাচে জর্দি আলবার একটি শট গোললাইন পেরিয়ে গেলেও রেফারির চোখ এড়িয়ে যায়। এসব ভুল সংশোধনে লা লিগায় রেফারির সাহায্যে গোল-লাইন প্রযুক্তির প্রয়োজন বলে মনে করছে কাতালান ক্লাবটির কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 04:18 PM
Updated : 29 Jan 2017, 04:21 PM

রোববারের ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫তম মিনিটে জটলা থেকে আলেগরিয়া মরেনোর গোলে এগিয়ে যায় বেতিস।

পিছিয়ে পড়ার দুই মিনিট পরেই সমতায় ফিরতে পারতো বার্সেলোনা। ডি-বক্সে জটলা থেকে জর্দি আলবার নেওয়া শট গোললাইন পরিষ্কার পেরিয়ে যেতে দেখা যায়। গোললাইনের অনেক ভেতর থেকে আইসা মানদি পা দিয়ে বল ক্রসবারে লাগিয়ে বাইরে ফেরত পাঠান। পরের মিনিটেও গোললাইন থেকে বল বিপদমুক্ত করেন মানদি। এবার অবশ্য বল লাইন পেরিয়েছিল কিনা পরিষ্কার বোঝা যায়নি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে লুইস সুয়ারেসের গোলে অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু গোল-লাইন টেকনোলজি থাকলে পুরো ৩ পয়েন্ট পেতে পারতো তারা।

প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে ম্যাচ শেষে বার্সেলোনা কোচ বলেন, “আমি (ওই শটের) একটা ছবি দেখেছি, রেফারিদের সাহায্য দরকার।”

২০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৪২। শিরোপা লড়াইয়ে মূল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ দুই ম্যাচ কম খেলে এগিয়ে ১ পয়েন্টে।