আর্চারিতে বাংলাদেশের সামনে সাতটি সোনার হাতছানি

নয় ইভেন্টের মধ্যে ছয় থেকে সাতটি সোনা জয়ের লক্ষ্যের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশের আর্চাররা। বন্যা, হীরাদের হাত ধরে ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে আইএসএসএফ  ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের এবারের আসর থেকে সাত ইভেন্টের সোনা জয়ের সম্ভাবনাও জেগেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 03:09 PM
Updated : 29 Jan 2017, 03:11 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার পাঁচ ইভেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। আগের দিন রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের মেয়েদের এককের ফাইনালে ওঠেন স্বাগতিক দেশের দুই আর্চার বন্যা আক্তার ও হীরা মনি।
 
রিকার্ভের পুরুষ দলগত ইভেন্টের সেমি-ফাইনালে সুদানকে ৬-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। দলের হয়ে খেলেন রুমান সানা, সানোয়ার হোসেন ও মোহাম্মদ তামিমুল ইসলাম। সোনা নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।
 
রিকার্ভের মহিলা দলগত ফাইনালে নেপালের সঙ্গে লড়বে বিউটি রায়, শ্যামলী রায় ও রাদিয়া আক্তার শাপলায় গড়া বাংলাদেশ দল।
 
রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলবে। রুমানা সানা ও বিউটি রায়ে গড়া বাংলাদেশ দল সেমি-ফাইনালে সিরিয়াকে ৪-০ সেট পয়েন্ট ব্যবধানে হারায়।
 
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালেও উঠেছে বাংলাদেশ। আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদাকে নিয়ে গড়া বাংলাদেশ দল লড়বে মালয়েশিয়ার সঙ্গে।
 
কম্পাউন্ড মিশ্র দলগত ফাইনালে কাশেম মামুন ও সুস্মিতাকে নিয়ে গড়া বাংলাদেশ দল ইরাকের বিপক্ষে খেলবে।