লিভারপুলে সেরা হতে চান ব্রাজিলের কৌতিনিয়ো

লিভারপুলের সেরাদের একজন হিসেবে স্মরণীয় হতে চান পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করা ফিলিপে কৌতিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 04:35 PM
Updated : 28 Jan 2017, 04:35 PM

২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের প্রতি নজর রাখছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার। এখন কৌতিনিয়োর পুরো ভাবনা এখন লিভারপুলকে ঘিরে।

২০১৩ সালে লিভারপুলে যোগ দেয়া কৌতিনিয়ো বলেন, “লিভারপুল মানেটা আমি বুঝি। এক্ষেত্রে আমি (কেনি) ডালগ্লিশ, (ইয়ান) রাশ, (অ্যালান) হ্যানসেন, (গ্রায়েম) সুনেস, (লুইস) সুয়ারেস, (স্টিভেন) জেরার্ডের কথা বলতে পারি। আমি এখানে এরই মধ্যে কিছু বছর কাটিয়ে ফেলেছি, এমন নয় যে আমি নতুন। আমি বুঝি।”

দ্য ডেইলি মেলইলকে তিনি বলেন, “এই ক্লাবে নতুন চুক্তি সই করায়, আমার লক্ষ্য হবে একদিন এইসব খেলোয়াড়দের মতো হওয়া। তারা কিংবদন্তি। একজন খেলোয়াড়ের সাফল্য আপনি পরিমাপ করবেন তার বিশ্বস্ততা অথবা তার শিরোপাগুলো অথবা দুটি দিয়েই। এই দলের অংশ হতে আমার আরও অনেক কিছু করার আছে।”

“আমি শিরোপাগুলো জিততে চাই। আমার নতুন চুক্তির পাঁচটি বছর আমাকে সুযোগটা দিয়েছে।”

অ্যাংকেলের চোটে পড়ার আগে এবারের মৌসুমটা দারুণ শুরু করেছিলেন কৌতিনিয়ো। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫টি ম্যাচ খেলে করেছেন ৫ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি।