আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা ও হীরা

আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভে মেয়েদের এককের ফাইনালে উঠেছে বাংলাদেশের বন্যা আক্তার। কম্পাউন্ডে মেয়েদের এককের সোনা নির্ধারণী ম্যাচে উঠেছেন বন্যার সতীর্থ হীরা মনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 01:32 PM
Updated : 28 Jan 2017, 03:46 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার প্রতিযোগিতার তৃতীয় দিনে ৫০ মিটার কম্পাউন্ডে মেয়েদের এককে বন্যা জাতীয় চ্যাম্পিয়ন সুস্মিতা বণিককে ১৩০-১২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন। ফাইনালে তিনি খেলবেন ইরাকের ফাতিমাহের বিপক্ষে।

ফাইনালে উঠতে পেরে দারুণ উচ্ছ্বসিত বন্যা সোনা জয়ের লড়াইয়ে সেরাটা দিতে প্রস্তুত বলে জানান। ফুটবল-কাবাডি ছেড়ে তীরন্দাজ হয়ে ওঠার গল্পটাও শোনালেন।

“ফাইনালে উঠতে পেরে খুবই ভালো লাগছে। এতদূর আসতে পারব ভাবিনি। আমি আসলে ফুটবল-কাবাডি নিয়ে ছিলাম। ২০১৪ সালে দিকে আনসারের কোচ আমাকে জানালেন তাদের আর্চারিতে ট্রায়াল হবে। আর্চারি সম্পর্কে কিছু জানতাম না। তীর-ধনুক কিভাবে ধরতে হয়, সেটাও জানতাম না। কিন্তু ট্রায়ালে গেলাম। টিকলাম। ক্যাম্প করলাম। এভাবেই আসলে আস্তে আস্তে এ পর্যায়ে উঠে আসা।”  

রিকার্ভের মহিলা এককের সেমি-ফাইনালে হীরা মনি ৬-২ সেটে হারান নিজ দলের রাদিয়া আক্তার শাপলাকে। ফাইনালে হীরা লড়বেন আজারবাইজানের রামোজামোভার বিপক্ষে। এই ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে শাপলা ৬-০ সেট পয়েন্টে হারেন আজারবাইজানের গাসিমোভার কাছে।

এখন সোনা জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তীরন্দাজ হীরা, “ফাইনালে কোনো চাপ নিচ্ছি না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়।”

“২০১০ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছি। এরপর থেকে জাতীয় দলে খেলছি। সবশেষ এসএ গেমসেও খেলেছি কিন্তু ওখানে ভালো কোনো ফল করতে পারিনি। গত বাংলাদেশ গেমসেও মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ জিতেছিলাম।”

তৃতীয় দিনটি ছিল বাংলাদেশের পুরুষ আর্চারদের জন্য হতাশার। রিকার্ভের পুরুষ এককে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশের রুমান সানা ভুটানের নিমা দার্জির কাছে ৬-৪ সেটে হারেন। কোয়ালিফিকেশন রাউন্ড সেরা হয়েছিলেন গত বাংলাদেশ গেমসে সোনা জেতা রোমান।

কম্পাউন্ড ডিভিশনের পুরুষ এককের ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশের মিলন মোল্লা (১৪১-১২৯) স্কোরের ব্যবধানে ইরাকের ওয়ালিদকে হারান।

দলগত ইভেন্টের প্রস্তুত হওয়ার কথা জানিয়ে মিলন ব্রোঞ্জ জেতা নিয়ে বলেন, “এটাই আমার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। হৃদস্পন্দন খুব বেড়ে যাচ্ছিল। ব্রোঞ্জ জিতে খুব যে খুশি, তা বলব না। তবে খুশি। কেননা, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি।”

মেয়েদের কম্পাউন্ড ডিভিশনের এককের ব্রোঞ্জের লড়াই দারুণ জমেছিল। শেষ পর্যন্ত নিজ দলের বিপাশাকে ১৩৫-১৩৪ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেন সুস্মিতা।

“শুরুর দিকে হার্ট বিট নিয়ন্ত্রণ করতে পারিনি বলে। তখন ভালো করতে পারলে টুর্নামেন্টে আরও ভালো করতে পারতাম। এখন কি আর করা। ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।”

হীরা-বন্যাদের সাফল্যের দিনে হতাশ করেছেন রিও দে জেনেইরো অলিম্পিকে খেলা বাংলাদেশের আর্চার শ্যামলী রায়। কোয়ালিফিকেশন রাউন্ডে সেরা হলেও রিকার্ভের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েন তিনি।