বায়ার্নের হয়ে ট্রেবল জয়ের স্বপ্ন রবেনের

এ মৌসুমে ট্রেবল জিততে যা দরকার বায়ার্ন মিউনিখের তা আছে বলে বিশ্বাস দলটির উইঙ্গার আরিয়েন রবেনের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 12:36 PM
Updated : 27 Jan 2017, 12:36 PM

জার্মানের সবচেয়ে সফল ক্লাবটি সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কসের সময়ে ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা এবং জার্মান কাপের শিরোপা জিতেছিল। এ মৌসুমেও বায়ার্নের সেই ইতিহাস পুনরাবৃত্তির ভালো সুযোগ আছে বলে মনে করেন রবেন।

ফুসবল বিল্ডকে ডাচ এই ফুটবলার বলেন, “আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতা বড় একটি চ্যালেঞ্জ এবং সত্যিকার অর্থেই এটা আমাকে অনুপ্রাণিত করছে।”

“কিন্তু বুন্ডেসলিগা ও ডিএফবি পোকালেও (জার্মান কাপ) জয়ী হতে আমরা আমাদের সবটুকু দেব।”

“আমরা সব জিততে চেষ্টা করবো এবং চেষ্টা করবো আরও একবার ট্রেবল জিততে। এবং আমরা নিশ্চিত এটা অর্জনের গুণ-মান আমাদের আছে।”

বায়ার্ন এবার বুন্ডেসলিগা শিরোপা জিততে আরবি লাইপজিগের সঙ্গে লড়ে যাচ্ছে। ১৭ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে লাইপজিগ। 

এই শিরোপা জয়ের লড়াই শেষ পর্যন্তই কঠিন হবে বলে মনে করেন রোবেন।

“আমরা তিনটি ভিন্ন প্রতিযোগিতায় খেলছি। অন্যদিকে, লাইপজিগ শুধু বুন্ডেসলিগায় লড়ছে। তারা শারীরিকভাবে দারুণ অবস্থায় আছে এবং ভাল ফর্মেও আছে।”