অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার

দীর্ঘ লড়াইয়ের পর স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠেছেন করেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2017, 12:53 PM
Updated : 26 Jan 2017, 12:53 PM

মেলবোর্নে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ৩ ঘণ্টা ৫ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৩, ১-৬, ৪-৬ ও ৬-৩ গেমে জেতেন ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা ফেদেরার।

২০১২ সালের উইম্বলডন ছিল বাঁ হাটুর চোটের কারণে ছয় মাস কোর্টের বাইরে থাকার পর ফিরে আসা ফেদেরারের সর্বশেষ গ্র্র্যান্ড স্ল্যাম জয়।

অস্ট্রেলিয়ার কেন রোজওয়ালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ৩৫ বছর বয়সী ফেদেরার। ১৯৭৪ সালে রোজওয়াল ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন ৩৯ বছর বয়সে।

ক্যারিয়ারে পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেনের জন্য আগামী রোববার কোর্টে নামবেন সপ্তদশ বাছাই ফেদেরার। সর্বশেষ ২০১০ সালে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিলেন।