রিয়াল কোচের ভাবনায় দুই টুর্নামেন্ট

এ মৌসুমে ‘ট্রেবল’ জয় আর হলো না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোচ জিনেদিন জিদান এখন বাকি দুই টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা নিয়ে ভাবতে বলেছেন শিষ্যদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2017, 06:27 AM
Updated : 26 Jan 2017, 06:27 AM

গত বুধবার রাতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে সেল্তা ভিগোর মাঠে ২-২ ড্র করে রিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল জিদানের দল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে উঠেছে সেল্তা।

ম্যাচ শেষে ভালো খেলেও সেমি-ফাইনালে উঠতে না পারায় হতাশার করা জানিয়ে জিদান সামনের লক্ষ্য নিয়েও কথা বলেন।

“আমি মনে করি, যে ম্যাচটা আমরা (সেল্তা ভিগোর বিপক্ষে) খেলেছি তাতে এখন আমাদের সবাইকে যেটা করতে হবে, সেটা হচ্ছে বিশ্রাম নেওয়া এবং ভাবতে হবে কোপা দেল রে আমাদের অনেক পেছনে চলে গেছে ও আগামী রোববার আমাদের লিগে ম্যাচ আছে।”

“আমি এই দলের দায়িত্বে আমরা একইভাবে এগিয়ে যাব। আমরা পারি এবং আমরা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার জন্য লড়াই করব।”

১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার ১৯ ম্যাচের পয়েন্ট ৪২। ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শিরোপাধারী বার্সেলোনা।