রিয়ালের চোটের মিছিলে যোগ মদ্রিচ-মার্সেলো

আরও লম্বা হল রিয়াল মাদ্রিদের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা। দুই নির্ভরযোগ্য খেলোয়াড় লুকা মদ্রিচ ও মার্সেলোর চোটের ধরন নিশ্চিত করেছে ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 01:57 PM
Updated : 23 Jan 2017, 01:58 PM

রিয়াল মাদ্রিদ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচ অ্যাবডাক্টর ও ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন।

পর পর দুই ম্যাচে সেভিয়া ও সেল্তা ভিগোর বিপক্ষে হারের পর ২-১ গোলে মালাগাকে হারিয়ে রিয়ালের জয়ে ফেরার ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মদ্রিচ ও মার্সেলো।

এই দুই খেলোয়াড়ের চোটে অনেকটা হতাশ রিয়াল কোচ। কেননা চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস, দানি কারভাহাল, পেপে, দানিলো ও ফাবিও কোয়েন্ত্রাও।

মার্সেলো ও মদ্রিচ কতদিন মাঠের বাইরে থাকবে তা জানায়নি রিয়াল। তবে ধারনা করা হচ্ছে, বুধবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে সেল্তা ভিগোর বিপক্ষে খেলতে পারবেন না তারা।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সেল্তার মাঠে ২-১ গোলে হারে এমনিতেই পিছিয়ে আছে জিদানের দল। এর আগে আরও চোটের হানা দলটির জন্য বড় একটা ধাক্কা হিসেবে এসেছে।