শেষ আটে ফেদেরার, কেরবারের বিদায়

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন চোট কাটিয়ে ফেরা রজার ফেদেরার। তবে অঘটনের শিকার হয়ে ছিটকে গেছেন আঞ্জেলিক কেরবার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 04:47 PM
Updated : 24 Jan 2017, 10:27 AM

রোববার মেলবোর্নে চতুর্থ রাউন্ডে দীর্ঘ লড়াই শেষে জাপানের কেই নিশিকোরিকে ৬-৭, ৬-৪, ৬-১, ৪-৬ ও ৬-৩ গেমে হারান সপ্তদশ বাছাই এই সুইস। 

ক্যারিয়ারে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম ও পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের পথে ৩৫ বছর বয়সী ফেদেরার শেষ আটে লড়বেন মিশা স্ভেরেভের সঙ্গে। অ্যান্ডি মারেকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেন এই জার্মান।

ইতালির আন্দ্রেয়াস সেপ্পির বিপক্ষে ৭-৬, ৭-৬ ও ৭-৬ গেমে জয় পেয়েছেন তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা। প্রতিযোগিতাটির এই সাবেক চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে লড়বেন ব্রাজিলের জো উইলফ্রেড সোঙ্গার সঙ্গে।

গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন জেতা কেরবারকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়ে দেন ৩৫তম বাছাই যুক্তরাষ্ট্রের কেকো ভ্যানডিওয়ে। রোমানিয়ার সোরানা ক্রিস্তারের বিপক্ষে ৬-২ ও ৬-৩ গেমের সহজ জয় পেয়েছেন সপ্তম বাছাই ফ্রান্সের গারবিনে মুগুরোসা। জয়ের ধারায় আছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসও।