শেষ সময়ের গোলে আর্সেনালের নাটকীয় জয়

ঘরের মাঠে প্রথমে এগিয়ে যাওয়া আর্সেনাল শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারাতে বসেছিল। তবে দারুণ নাটকীয়তায় ভরা ম্যাচের একেবারে শেষ মুহূর্তের গোলে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লন্ডনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 04:23 PM
Updated : 22 Jan 2017, 07:30 PM

দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ১০ জনের দল নিয়ে খেলা আর্সেন ভেঙ্গারের দল রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শেষ দিকের চরম উত্তেজনার মাঝে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় আর্সেনাল কোচ ভেঙ্গার বহিষ্কৃত হন।

এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো আর্সেনাল প্রথমার্ধে মোট ১৪ বার শট নেয়। এর মধ্যে তিনটি ছিল গোল বরাবর; তবে সাফল্য মেলেনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক শুরু করা আর্সেনালের দাপুটে ফুটবলে ৫৯তম মিনিটে প্রতিরোধ ভাঙে অতিথিদের। স্বদেশি মেসুত ওজিলের কর্নার থেকে কোনাকুনি হেডে বল জালে পাঠান জার্মানির স্কোড্রান মুস্তাফি।

গত অগাস্টে ভালেন্সিয়া থেকে আসা ডিফেন্ডার মুস্তাফির এটাই আর্সেনালের হয়ে প্রথম গোল।

খানিক পরেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৬৫তম মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার স্তেভেন দেফোরকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গ্রানিত জাকা।

এই নিয়ে শেষ তিন মৌসুমে মোট নয়বার লাল কার্ড দেখলেন সুইস মিডফিল্ডার জাকা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পটকিকে সমতা টানেন আন্ড্রে গ্রে। বদলি নামা ফরাসি মিডফিল্ডার ফঁসিস কোকুলাঁ নিজেদের ডি-বক্সে ইংলিশ ফরোয়ার্ড অ্যাশলে বার্নসকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল বার্নলি।

শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছিল আর্সেনালকে। তবে যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোলেই জয় নিশ্চিত করেন সানচেস। এবারের লিগে চিলির এই ফরোয়ার্ডের এটা পঞ্চদশ গোল।

দ্বিতীয় স্থানে উঠে আসা আর্সেনালের পয়েন্ট ২২ ম্যাচে ৪৭।

১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

দিনের প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনের মাঠে ৩-০ গোলে হেরেছে লেস্টার সিটি। ২২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা।