ম্যান সিটিতে অভিষেকে স্বপ্ন পূরণ জেসুসের

ম্যানচেস্টার সিটির হয়ে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার পর উচ্ছ্বসিত গাব্রিয়েল জেসুস জানিয়েছেন, একটি স্বপ্ন সত্যি হয়েছে তার। খুব দ্রুতই ইংলিশ ফুটবলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চান ব্রাজিলের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 03:31 PM
Updated : 22 Jan 2017, 03:31 PM

টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৮২তম মিনিটে জেসুসকে মাঠে নামান কোচ পেপ গুয়ার্দিওলা।

ইএসপিএন ব্রাজিলকে জেসুস বলেন, “ম্যানচেস্টার সিটির মাঠেই অভিষেকের সুযোগ পাওয়ায় আমি খুশি। কিন্তু এই ড্রয়ে আমি বেশি আনন্দিত নই। ম্যাচটা আমাদের হাতে ছিল।”

“আমি ইংলিশ ফুটবলে অভ্যস্থ হয়ে উঠছি। (ইংলিশ ফুটবলের) গতি ব্রাজিলিয়ান ফুটবল থেকে ভিন্ন। ভালো করতে যত দ্রুত পারি, আমাকে মানিয়ে নিতে হবে।”

গত অগাস্টে সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন ১৯ বছর বয়সী জেসুস। তবে ইংল্যান্ডে এসেছেন পালমেইরাসের হয়ে ব্রাজিলের ফুটবল মৌসুম শেষ করার পর।