চীনে যাওয়ার ইচ্ছা নেই দি মারিয়ার

চাইনিজ সুপার লিগের সবচেয়ে বড় তারকা হওয়ার জন্যে পিএসজি ছাড়ার কোনো ইচ্ছা নেই আনহেল দি মারিয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 11:40 AM
Updated : 21 Jan 2017, 11:44 AM

২০১৫ সালের জুলাইয়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমটা দারুণ কাটে দি মারিয়ার। কিন্তু এবারের মৌসুমে ঠিক স্বরূপে দেখা যাচ্ছে না আর্জেন্টিনার এই উইঙ্গারকে।

চলতি মাসেই ব্রাজিলের অস্কার, আর্জেন্টিনার কার্লোস তেভেস ও বেলজিয়ামের আক্সেল উইটসেলের মতো খেলোয়াড়দের বড় অঙ্কের ট্রান্সফার ফিতে চুক্তিভুক্ত করে চাইনিজ সুপার লিগের ক্লাবগুলো। চীনের সংবাদ মাধ্যমের খবর, এবার দি মারিয়াকে কিনতে আগ্রহী হয়ে উঠেছে তারা।

কিন্তু অর্থবহুল লিগটিতে যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই দি মারিয়ার। বরং চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ প্যারিসের ক্লাব পিএসজির হয়েই লক্ষ্যগুলো পূরণেই নজর তার। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে দি মারিয়ার চুক্তির মেয়াদ ২০১৯ সালের জুন পর্যন্ত। 

ইএসপিএনকে ২৮ বছর বয়সী দি মারিয়া বলেন, "আমি এখানে অনেক সুখে আছি এবং আমার চুক্তি শেষ হতেও দুই বছর বাকি।"

রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় বলেন, "আমার পরিবারও এখানে। অবশ্যই, গুঞ্জন চলছে এবং বিষয়টা নিয়ে কথা বলার এবারই প্রথম সুযোগ পেলাম। কিন্তু আমি এখানে সুখে আছি এবং এখানে চুক্তি শেষ হওয়া পর্যন্তই আমি এখানে থাকবো।"