২০২৪ ইউরোর স্বাগতিক হতে চায় জার্মানি

২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ার জন্য লড়বে জার্মানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 03:25 PM
Updated : 21 Jan 2017, 02:59 PM

১০টি শহর জুড়ে ইউরোপ সেরার প্রতিযোগিতাটি আয়োজন করার ইচ্ছা দেশটির ফুটবল সংস্থার (ডিএফবি)। শুক্রবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী সেপ্টেম্বরে ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হবে।

২০২৪ আসরের স্বাগতিক হওয়ার জন্যে আগামী ৩ মার্চের মধ্যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় প্রস্তাব জমা দিতে হবে। ২০১৮ সালের সেপ্টেম্বরে স্বাগতিক দেশের নাম চূড়ান্ত হবে।

প্রতিযোগিতার ৬০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ইউরোর পরবর্তী আসর ২০২০ সালে অনুষ্ঠিত হবে গোটা ইউরোপ জুড়ে।   

এর আগে ১৯৮৮ সালে ইউরো আয়োজন করেছিল জার্মানি। আর ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপের স্বাগতিক ছিল দেশটি।