কৌতিনিয়োকে বার্সায় দেখতে চান রিভালদো

ব্রাজিলের সাবেক তারকা রিভালদো তার উত্তরসূরি ফিলিপে কৌতিনিয়োকে বার্সেলোনায় দেখতে চান। কাম্প নউয়ে স্বদেশি নেইমারের পাশে খেললে লিভারপুল মিডফিল্ডারের জন্য সেটা আরও ভালো হবে বলে বিশ্বাস বিশ্বকাপ জয়ী এই তারকা মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 02:22 PM
Updated : 20 Jan 2017, 02:22 PM

২০১৩ সালের জানুয়ারিতে প্রায় এক কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইন্টার মিলান থেকে লিভারপুলে যোগ দেন কৌতিনিয়ো। ইংলিশ প্রিমিয়ার লিগে আসার পর থেকে নিজেকে অন্যতম সেরা হিসেবে মেলে ধরেছেন তিনি।

লিভারপুলের সঙ্গে ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের চুক্তি ২০২০ সাল পর্যন্ত। কিন্তু প্রায়ই তার বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যায়। কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে সমর্থকদের চাওয়া- কৌতিনিওকে যেন বিক্রি করা না হয়।

বার্সেলোনার হয়ে দুবার লা লিগা জেতা রিভালদোর মতে, নেইমারের সঙ্গে খেলাতে কৌতিনিয়োকে দলে নেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত হবে।

স্কাই স্পোর্টসকে রিভালদো বলেন, "আমার মতে, সে (কৌতিনিয়ো) দারুণ খেলোয়াড় এবং নেইমারকে ভালোভাবে জানে। আমি মনে করি, তারা দুইজন বন্ধু-খেলোয়াড়, যারা অসাধারণ (ফুটবলার)।"

কৌতিনিয়োর বার্সেলোনায় যোগ দেওয়ার ভালো সম্ভাবনা দেখছেন রিভালদো। কারণ, কাতালুনিয়া ক্লাবটি সবসময়ই সেরাকে আকর্ষণ করে।

কৌতিনিয়ো আসলে বার্সেলোনা উপকৃত হবে বলেও বিশ্বাস রিভালদোর।

"সে এমন একজন খেলোয়াড়, যে নিশ্চিতভাবে বার্সেলোনাকে সাহায্য করবে।"