‘মেসি ব্যাটম্যান অন্যরা পুলিশম্যান’

লিওনেল মেসির সঙ্গে অন্য কোনো ফুটবলারের তুলনা করতে যাওয়ার চেষ্টাটাই বৃথা বলে মনে করেন হোর্হে সামপাওলি। তুলনা যদি করতেই হয় তবে সেভিয়ার এই কোচের কাছে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড কাল্পনিক সুপার হিরো ‘ব্যাটম্যান’ আর অন্যরা সব ‘পুলিশম্যান’!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 01:02 PM
Updated : 20 Jan 2017, 01:02 PM

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার এবং বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসিকে সর্বকালের সেরা ফুটলারদের একজন বিবেচনা করেন অনেকেই।

এই ২৯ বছর বয়সী ফুটবলারকে প্রায়ই কিংবদন্তি পেলে ও দিয়েগো মারাদোনার সঙ্গে তুলনা করা হয়। আর আধুনিক যুগের শ্রেষ্ঠত্বের জন্য তার প্রতিদ্বন্দ্বিতা রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে।

বিন স্পোর্টসকে আর্জেন্টাইন কোচ সামপাওলি বলেন, “অন্য কারোর সঙ্গে মেসির তুলনা করা ব্যাটম্যানের সঙ্গে একজন পুলিশম্যানের তুলনা করার মতো।”

চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এবার মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর এবং ফিফার ‘দ্য বেস্ট’ ফুটবলারের পুরস্কার জিতেছেন। তবে ১৪টি গোল নিয়ে এবারের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা তারকাই। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে তার গোল সংখ্যা ২৭টি।