অবসর নেননি ফন খাল

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ লুই ফন খাল জানিয়েছেন,অবসর নেননি তিনি, গ্রীষ্ম পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 03:30 PM
Updated : 18 Jan 2017, 03:30 PM

গত মে মাসে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার পর আর কোনো দায়িত্ব নেননি ৬৫ বছর বয়সী এই কোচ।

ফন খাল সোমবার ডাচ সংবাদপত্র টেলিগ্রাফকে বলেছিলেন, মেয়ের জামাইয়ের হঠাৎ মৃত্যুতে প্রভাবিত হয়ে তিনি তার কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। 

কিন্তু স্প্যানিশ রেডিও কাদেনা সেরকে ফন খাল এবার জানালেন,অবসর নেওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এটা ‘চূড়ান্ত’ কিছু নয়।

আয়াক্স,বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের হয়ে দায়িত্ব পালন করা এই কোচের দাবি, গত মাসে স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়ার একটি প্রস্তাব পেয়েও তিনি নেননি।

“আমি (কোচিং) চালিয়ে যাবো কী যাবো না-আমি যেসব প্রস্তাব পাই তার ওপরও এটা নির্ভর করবে।”

 “আমি অবসর নিয়েছি এটা সত্যি না, এই মুহূর্তে না। বিশ্রাম শেষে আসছে জুন অথবা জুলাইয়ে আমি সিদ্ধান্ত নেবো।”

ফন খাল ২০১৪ সালে ইউনাইটেডে নিয়োগ পাওয়ার আগে দীর্ঘ ক্যারিয়ারে আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও এজেড আল্কমারের হয়ে সাতটি ঘরোয়া শিরোপা জিতেন। 

ইংল্যান্ডের ক্লাবটি থেকে বহিষ্কার হওয়ার আগে ২০১৬ সালের মে মাসে এফএ কাপ শিরোপা জিতেন ফন খাল।