চীনা প্রস্তাবে রবেনের না

বায়ার্ন মিউনিখে দীর্ঘ সময় থাকতে চান আরিয়েন রবেন। এ জন্য চাইনিজ সুপার লিগ থেকে মোটা অংকের অর্থের অনেক প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন ডাচ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 03:30 PM
Updated : 17 Jan 2017, 03:30 PM

নেদারল্যান্ডসের অধিনায়ক রবেন সোমবার বায়ার্নের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেন। ২০১৮ সালের জুন পর্যন্ত জার্মানির মিউনিখের ক্লাবটিতে থাকছেন তিনি।
 
রবেনের মতে, চীন ফুটবলে এখন যা চলছে তা ‘পাগলামি’, যদিও বেশ কিছু তারকা ফুটবলার চাইনিজ সুপার লিগের প্রস্তাবে সাড়া দিয়েছেন।
 
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির এই লিগে চলতি মাসেই মোটা অঙ্কের বেতনে নাম লিখিয়েছেন ব্রাজিলের অস্কার, আর্জেন্টিনার কার্লোস তেভেস, বেলজিয়ামের আক্সেল উইটসেল। কিন্তু টাকার জন্য জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন ছাড়বেন না ৩২ বছর বয়সী রবেন। 
 
রেডিও ৫৩৮কে রিয়াল মাদ্রিদের এই সাবেক উইঙ্গার বলেন. “বায়ার্নে আমি সেরা একটা সময় কাটাচ্ছি এবং আমি বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে খেলছি।”
 
রবেনের মতে, চীনে যাওয়া মানে ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে মেনে নেওয়া। কিন্তু তিনি যত দীর্ঘ সময় সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলতে চান।
 
চলতি মৌসুমে রবেন সব ধরনের প্রতিযোগিতায় ১৪ ম্যাচ খেলে ছয়টি গোল করেছেন।