কোচিং থেকে অবসরে ফন খাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017 05:33 PM BdST Updated: 17 Jan 2017 05:33 PM BdST
অবসর নিয়েছেন বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক কোচ লুই ফন খাল।
২০১৬ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের এফএ কাপ শিরোপা জেতার পর ফন খালকে বহিষ্কার করা হয়। এরপর কোনো দায়িত্ব নেননি ৬৫ বছর বয়সী ডাচ এই কোচ।
ডাচ সংবাদপত্র টেলিগ্রাফকে ফন খাল বলেন, “আমি ভেবেছিলাম হয়তো আমার থামা উচিত, তখন আমি এটাকে একটি বিশ্রাম হিসেবে দেখেছিলাম। কিন্তু এখন আমি মনে করি না, আমি কোচিংয়ে ফিরব।”
২৬ বছরের কোচিং ক্যারিয়ারে আয়াক্স, বায়ার্ন মিউনিখ ও এজেট ক্লাবেরও দায়িত্ব পালন করা ফন খাল ফুটবলে অবদানের জন্য ডাচ সরকারের কাছ থেকে আজীবন সম্মাননা পাওয়ার পর সোমবার অবসরের ঘোষণা দেন।
ফন খাল জানান, পারিবারিক কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত মাসে হঠাৎ করে মেয়ের জামাই মারা যাওয়ার ঘটনাও সিদ্ধান্তটিকে প্রভাবিত করেছে। কোচিং চালিয়ে যাওয়ার জন্য দূরপ্রাচ্যের দেশগুলো থেকে লোভনীয় অনেক প্রস্তাব পেয়েও তিনি নেননি।
দীর্ঘ ক্যারিয়ারে স্বদেশি ক্লাব আয়াক্সের হয়েই সবচেয়ে বেশি সফল ছিলেন এই কোচ। ফন খালের হাত ধরে আমস্টাডার্মের ক্লাবটি ১৯৯৩-৯৪ মৌসুম থেকে টানা তিনবার লিগ শিরোপা জিতে। তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা কাপও জিতে ক্লাবটি। অপর ডাচ ক্লাব এজেড আল্কমারকে লিগ জিতিয়েছেন একবার।
ফন খালের অধীনে ১৯৯৭-৯৮ ও ১৯৯৮-৯৯ মৌসুমে লা লিগার শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখকে তিনি বুন্দেসলিগা শিরোপা জেতান ২০০৯-১০ মৌসুমে।
ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার আগে ২০১৫-১৬ মৌসুমে কোচ হিসেবে সর্বশেষ শিরোপা এফএ কাপ জেতেন ডাচ এই কোচ।
ফন খালের নেদারল্যান্ডস ২০১৪ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ৩-০ গোলে হারায়।
-
রোলা গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ