বছরের প্রথম হার ইউভেন্তুসের

নতুন বছরে প্রথমবার হারের স্বাদ পেয়েছে ইউভেন্তুস। ফিওরেন্তিনার মাঠে ২-১ গোলে হেরেছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 12:44 PM
Updated : 16 Jan 2017, 12:45 PM

প্রতিপক্ষের মাঠে ৩৭তম মিনিটে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচের গোলে পিছিয়ে পড়ে ইউভেন্তুস। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারই স্বদেশি মিডফিল্ডার মিলান বাদেলি।

চার মিনিট পর গনসালো হিগুয়াইন এবারের সেরি আয় নিজের ত্রয়োদশ গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ইউভেন্তুস।

১৯ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪৫।

২০১৭ সালে নিজেদের প্রথম ম্যাচে লিগে বোলোনিয়াকে ৩-০ গোলে হারানোর পর গত সপ্তাহে ইতালিয়ান কাপে আতালান্তাকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল ইউভেন্তুস।

রোববারের প্রথম ম্যাচে উদিনেজেকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনে রোমা। এক ম্যাচ বেশি খেলা রাজধানীর দলটির পয়েন্ট ৪৪।

পেসকারাকে ৩-১ গোলে হারানো নাপোলি ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। দিনের অন্য ম্যাচে আতালান্তাকে ২-১ গোলে হারোনো লাৎসিওর পয়েন্ট ৪০।

১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এসি মিলান। ২০ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইন্টার মিলান।