লিভারপুলের বিপক্ষে ইব্রার গোলে রক্ষা ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2017 12:23 AM BdST Updated: 16 Jan 2017 01:09 AM BdST
দারুণ ছন্দে ছুটে চলা ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে হারতে বসেছিল। তবে ম্যাচের শেষ দিকে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে স্বস্তির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জোসে মরিনিয়োর দল।
রোববার বড় দুই দলের মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে জেমস মিলনারের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল।
লিগে টানা ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জেতার পর পয়েন্ট হারালো রেড ডেভিলরা।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। নিজেদের ডি বক্সে ফরাসি তারকা পল পগবার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। তা থেকেই দলকে এগিয়ে দেন মিলনার।

এই নিয়ে লিগে শেষ ১১ ম্যাচে ১০ গোল করলেন এই মৌসুমেই পিএসজি থেকে আসা ইব্রাহিমোভিচ। এবারের আসরে তার মোট গোল হলো ১৪টি।
তার সঙ্গে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আর্সেনালের আলেক্সিস সানচেস ও চেলসির দিয়েগো কস্তা।
এই ড্রয়ের পর ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫২।
চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৪।
২ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। দিনের অন্য ম্যাচে পেপ গুয়ার্দিওলার সিটিকে ৪-০ গোলে হারায় এভারটন।
ষষ্ঠ স্থানে থাকা মরিনিয়োর ইউনাইটেডের পয়েন্ট ৪০। ৩৩ পয়েন্ট নিয়ে এভারটন সপ্তম।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল