শেখ কামাল ক্লাব কাপে আসছে দ. কোরিয়ার দল

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দক্ষিণ কোরিয়ার একটি দল খেলতে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 02:35 PM
Updated : 15 Jan 2017, 02:35 PM

ক্লাবটির নাম এখনও জানায়নি বাফুফে। তবে সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন একটি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। দু-একদিনের মধ্যে ক্লাবটির নাম জানা যাবে।

আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতাটির দ্বিতীয় আসর। প্রথম আসরে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দল এসেছিল।

“এ টুর্নামেন্টে খেলার বিষয়টি আরো তিনটি বিদেশি দল নিশ্চিত করেছে। সিঙ্গাপুরের ইয়াং টাইগার্স ও নেপালের জাতীয় লিগ চ্যাম্পিয়ন থ্রি স্টার ক্লাব আসবে। আফগানিস্তানের ডি স্পিন ঘর বাজান এফসিও সম্মতি জানিয়েছে।”

ডি স্পিন ঘর বাজার গত আসরেও খেলেছিল। ভারত থেকে এসেছিল দুই ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডান ও ইস্ট বেঙ্গল এফসি। এবার কলকাতা মোহামেডানের আসা মোটামুটি নিশ্চিত বলে জানান সোহাগ।

“ওদের ২৫ ফেব্রুয়ারি একটি ম্যাচ রয়েছে। ওরা চেষ্টা করছে ম্যাচটি পেছাতে। তবে ম্যাচটি পেছানো সম্ভব না হলে আমরা ওদের বলেছি প্রয়োজনে টুর্নামেন্টের ফাঁকে গিয়ে ম্যাচটি খেলে আসতে। এতে ওরা সম্মতি জানিয়েছে।”

বাংলাদেশ থেকে গতবারের মতো এবারও চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান খেলবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

গত আসরে ভারতের ইস্ট বেঙ্গলকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জিতেছিল চট্টগ্রাম আবাহনী।