এনরিকের অন্যতম সেরা ম্যাচ

চলতি মৌসুমে ধারাবাহিকভাবে বার্সেলোনার নিখুঁত ফুটবলের দেখা এখনও মেলেনি। তবে লাস পালমাসের বিপক্ষে এর শুরুটা দেখছেন লুইস এনরিকে। তারকাসমৃদ্ধ আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগের পারফরম্যান্সে দারুণ খুশি বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 11:03 AM
Updated : 15 Jan 2017, 01:51 PM

ম্যাচ শেষে এনরিকে জানান, বার্সেলোনার কোচ হিসেবে এটা তার অন্যতম সেরা ম্যাচ।

লা লিগায় শনিবার নিজেদের মাঠ কাম্প নউয়ে লাস পালমাসকে ৫-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। লুইস সুয়ারেস করেন জোড়া গোল। অপর তিন গোলদাতা লিওনেল মেসি, আর্দা তুরান ও আলেইশ ভিদাল।

ম্যাচ শেষে রক্ষণের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এনরিকে।

“রক্ষণের কাজ ছিল দুর্দান্ত। যখন থেকে আমি কাম্প নউয়ে আছি, সে সময়ের মধ্যে অন্যতম সেরা পারফরম্যান্স।”

মেসি-সুয়ারেসদের গোলের সুযোগ তৈরি নিয়েও খুশি এনরিকে।

“পালমাসের বিপক্ষে আপনি যদি ভালোমতো চাপ না দেন, তাহলে তারা সমস্যা তৈরি করবে। ম্যাচের শুরুতে যখন আমরা বল দখলে নিয়েছি, তখনই আমরা গোলের সুযোগ তৈরি করেছি।”

এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০।