রিয়ালের রাউলের রেকর্ডে ভাগ মেসির

লাস পালমাসের জালে গোল করে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। লা লিগায় খেলা ৩৫টি ক্লাবের জালে গোলের রেকর্ড এতদিন রাউলের একার ছিল; বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড তার পাশে বসেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 09:48 AM
Updated : 15 Jan 2017, 01:11 PM

শনিবার নিজেদের মাঠ কাম্প নউয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বাঁ-দিক থেকে রাফিনিয়ার আড়াআড়ি শট গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে ফিরতি শটে বল জালে জড়ান এই তারকা।

লিগে পালমাসের জালে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এটি প্রথম গোল। বার্সেলোনার ৫-০ ব্যবধানের জয়ের ম্যাচে এই গোলই রাউলের পাসে বসিয়েছে মেসিকে। এবারের লিগে এটি তার চতুর্দশ গোল।

স্পেনের শীর্ষ লিগে কেবল তিনটি ক্লাবের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। ক্লাবগুলো হচ্ছে কাদিস, মুরসিয়া ও জেরেস। ক্লাবগুলো এখন আর সর্বোচ্চ লিগে নেই।