মেসি-সুয়ারেসের গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2017 11:11 PM BdST Updated: 14 Jan 2017 11:46 PM BdST
প্রতিপক্ষের গোলমুখে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেস। মাঝমাঠে আলো ছড়ালেন রাফিনিয়া-আর্দা তুরানরা। তাতে বার্সেলোনা পেল প্রত্যাশিত সহজ জয়। লাস পালমাসের জালে গোল উৎসব করে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালো লুইস এনরিকের শিষ্যরা।
কাম্প নউয়ে অষ্টম স্থানে থেকে খেলতে নামা লাস পালমাসকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা। জোড়া গোল করেন সুয়ারেস। একটি করে গোল করেন মেসি, তুরান ও আলেইশ ভিদাল।
এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০।
শনিবারের আগ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচের মাত্র ছয়টিতে জয় বার্সেলোনার। এ বছরে খেলা তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হার। তবে সবশেষ গত বুধবার আথলেতিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ আটে ওঠার ম্যাচে চেনা রূপে দেখা মেলে দলটির। 'এমএসএন' ত্রয়ীর একসঙ্গে গোল পাওয়াটাও ছিল তাদের জন্য বড় স্বস্তির।

গোলও পেয়ে যায় দ্রুত; চতুর্দশ মিনিটে ডান-দিকের বাইলাইনের কাছ থেকে বাড়ানো বল প্রথম শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান সুয়ারেস।
এগিয়ে গিয়ে প্রতিপক্ষের রক্ষণে আরও চাপ বাড়ায় স্বাগতিকরা। অনেকগুলো ভালো সুযোগও পায়; কিন্তু প্রথমার্ধে আর সাফল্য মেলেনি। ৪৪তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন মেসি।

কিছুক্ষণ পরেই দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে কাতালান ক্লাবটি।
৫৭তম মিনিটে রাফিনিয়ার ছোট পাস পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেস। এবারের লিগে উরুগুয়ের স্ট্রাইকারেরও এটি চতুর্দশ গোল। দলের চতুর্থ গোলে তার হ্যাটট্রিকও হতে পারতো; কিন্তু তার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ভারাস, ফিরতি বল জালে পাঠান তুরান।
৮০তম মিনিটে ডান দিকে থাকা পাকো আলকাসেরকে বল বাড়িয়ে দ্রুত ডি বক্সে ঢুকে পড়েন অ্যালেইশ ভিদাল। ফিরতি ক্রস নিখুঁত প্লেসিং শটে জালে জড়াতে কোনো ভুল হয়নি স্পেনের এই রাইট ব্যাকের।
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ