র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, নিজেদের ইতিহাসের সর্বনিম্নে বাংলাদেশ

ভুটানে ভরাডুবির পর ১৮৮তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার ফিফার দেওয়া সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ পিছিয়ে ১৯০তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ব্রাজিলের উপরে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 03:36 PM
Updated : 12 Jan 2017, 04:15 PM

নিজেদের ফুটবল ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বনিম্ন র‌্যাঙ্কিং।

গত অক্টোবরে এএফসি এশিয়া কাপের বাছাই পর্বের ওঠার দ্বিতীয় প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছিল মামুনুলরা।

ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ স্থান ১৯৯৬ সালে ১৩৬তম।

শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৬৩৪। অবস্থান বদলায়নি ব্রাজিল, জার্মানির। ১ হাজার ৫৪৪ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় ও ১ হাজার ৪৩৩ পয়েন্ট নিয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি তৃতীয় স্থানে রয়েছে।