আর্জেন্টিনা দলে ইকার্দিকে চাননা মারাদোনা

ইন্টার মিলানে স্ট্রাইকার মাওরো ইকার্দির পারফরম্যান্স বেশ সন্তোষজনক। তবে এখনও সে আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নয় বলেই মনে করেন দিয়েগো মারাদোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 03:14 PM
Updated : 13 Jan 2017, 00:17 AM

এই কিংবদন্তির মতে, আর্জেন্টিনা দলে স্ট্রাইকারের পছন্দে ইকার্দি সপ্তম হতে পারে।

২০১৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ইকার্দির। এরপর জাতীয় দলের জার্সি গায়ে আর কোনো ম্যাচ খেলা হয়নি ২৩ বছর বয়সী এই ইন্টার তারকার।

ইকার্দি ২০১৪-১৫ মৌসুমে ২২ গোল করে লুকা তনির সঙ্গে যৌথভাবে ইতালিয়ান লিগ সেরি আর সর্বোচ্চ গোলদাতা হন। এরপরও জাতীয় দলে ডাক মেলেনি এই স্ট্রাইকারের।

সম্প্রতি আর্জেন্টিনার কোচ জানান, ইকার্দির জন্য জাতীয় দলের দরজা খোলা হতে পারে। কিন্তু তাতে সায় নেই মারাদোনার।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মারাদোনা মনে করেন, ইকার্দিকে দল থেকে বাইরে রাখাই উচিত।

বুয়েনস আইরেসের রেডিও রিভাদাভিয়াকে তিনি বলেন, “ইকার্দি সপ্তম স্ট্রাইকার হতে পারে, চতুর্থ স্ট্রাইকারও নয়। ইকার্দিকে ডাকার আগে আমি বাসান ভেরাকে (৪৩ বছর বয়সী) বেছে নেব।”

“আমি সত্যিই লুকাস প্রাত্তোকে পছন্দ করি। আমি ইকার্দিকে জাতীয় দলের বাইরে রাখতেই পছন্দ করব।”