‘বিশ্বসেরা হবে নেইমারও’

নেইমারকে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ‘কাছাকাছি মানের’ মনে করেন কাফু। ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই রাইট ব্যাকের বিশ্বাস মেসি ও রোনালদোকে ছাপিয়ে একদিন বিশ্বসেরা হবে তার স্বদেশি এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 09:40 AM
Updated : 10 Jan 2017, 09:41 AM

গত সোমবার মেসিকে পেছনে ফেলে ফিফার ২০১৬ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন রোনালদো। তৃতীয় হন ফ্রান্সের অঁতোয়ান গ্রিজমান।

২৪ বছর বয়সী বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার এখন মেসি-রোনালদোর মানের খুব কাছাকাছি আছেন বলে মনে করেন কাফু।

“নেইমার তাদের চেয়ে বেশি দূরে নেই। আমি নিশ্চিত, আগামী কয়েক বছরের মধ্যে সে বিশ্বসেরা হিসেবে খেলবে।”

মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, সেই বিতর্কে যোগ দেননি কাফু।

“এটা অনেক বছর ধরে চলা একটি বিতর্ক। ক্রিস্তিয়ানো রোনালদো এবং মেসি এই দুজন বিশ্ব ফুটবলের দুই বড় নাম। এই বছরেও আবার রোনালদো ও মেসির মধ্যে লড়াই হবে।”