চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠল ফকিরেরপুল ইয়ংমেন্স

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও সাইফ স্পোর্টিংয়ের প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। দেখার অপেক্ষা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এই দুই দলের মধ্যে সেরা হয় কোনটি। চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে সেরা হলো ফকিরেরপুল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 03:31 PM
Updated : 9 Jan 2017, 03:31 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শেষ ম্যাচে চট্টগ্রাম মোহামেডানকে ২-১ গোলে হারায় ফকিরেরপুল। ১৪ ম্যাচে সাত জয়, ছয় ড্র ও এক হারে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হলো দলটি।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে এসে বাজিমাত করা সাইফ স্পোর্টিং দ্বিতীয় সেরা হয়েছে দারুণ কীর্তি গড়ে। তারাই একমাত্র অপরাজিত দল হিসেবে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতা শেষ করেছে। ১৪ ম্যাচে ছয় জয় ও আট ড্রয়ে ২৬ পয়েন্ট সাইফ স্পোর্টিংয়ের।

২০১০-১১ মৌসুমের পর আবার ঘরোয়া ফুটবলে ফেরা চট্টগ্রাম শেষ করল হতাশা নিয়ে। ১৪ ম্যাচে দুই জয় চার ড্র ও সাত হারে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে চ্যাম্পিয়নশিপ লিগ শেষ হলো দলটি।