রুনির রেকর্ড ছোঁয়া ম্যাচে ইউনাইটেডের বড় জয়

ওয়েইন রুনি ও মার্কাস র‌্যাশফোর্ডের দারুণ পারফরম্যান্সে রেডিংকে গুঁড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2017, 02:57 PM
Updated : 9 Jan 2017, 12:35 PM

ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দিয়ে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন রুনি।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ইউনাইটেড। রুনি ও অঁতনি মার্সিয়ালের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সহজ জয় নিশ্চিত করেন র‌্যাশফোর্ড।

এই নিয়ে সব ধরণের প্রতিযোগিতায় ১৪ ম্যাচ অপরাজিত রইল জোসে মরিনিয়োর দল।

সপ্তম মিনিটে হুয়ান মাতার উঁচু করে বাড়ানো বল হাঁটু দিয়ে জালে পাঠান রুনি। ক্লাবের হয়ে ৫৪৩ ম্যাচে ২৪৯টি গোল করলেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসেরও সর্বোচ্চ গোলদাতা। এতদিন পর্যন্ত ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক কিংবদন্তি ববি চার্লটনের পাশে উঠে বসলেন এই ইংলিশ ফরোয়ার্ড।

১৯৭৩ সাল থেকে ওল্ড ট্র্যাফোর্ডের দলটির এককভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন বিশ্বকাপজয়ী ইংলিশ ফুটবলার চার্লটন।

আট মিনিট পর ফের রুনির নৈপুণ্যে উচ্ছ্বাসে ভাসে ওল্ড ট্র্যাফোর্ড। এবার সতীর্থ মার্সিয়ালকে দিয়ে দারুণ একটি গোল করান তিনি। অধিনায়কের থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে বাঁ-দিক দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পর চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ১৯ বছর বয়সী র‌্যাশফোর্ড।