হারলেও শিষ্যদের নিয়ে খুশি বার্সেলোনা কোচ

স্প্যানিশ কাপে আথলেতিক বিলবাওয়ের কাছে হারলেও শিষ্যদের দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্ট বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2017, 09:20 AM
Updated : 6 Jan 2017, 01:57 PM

বৃহস্পতিবার রাতে কোপা দেল রে নামে পরিচিত ওই প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে বিলবাওয়ের মাঠ থেকে ২-১ গোলে হেরে আসে বার্সেলোনা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর মূল্যবান অ্যাওয়ে গোলটি করেন লিওনেল মেসি।  

ম্যাচ শেষ এনরিকে বলেন, “প্রথমার্ধে আমাদের খেলায় নির্ভুলতার অভাব ছিল। প্রতিপক্ষ দু’টি গোল করে ফেলায়, বেশ ক’জন খেলোয়াড় হলুদ কার্ড পাওয়ায় এবং রেফারির সঙ্গে বাগবিতণ্ডার ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।”

“দ্বিতীয়ার্ধে যা ঘটেছে, সব কিছু আমরা নিয়ন্ত্রণ করেছি। বিরতির পর আমাদের উদ্দীপনা ভাল ছিল এবং সমতা ফেরানোর অনেক সম্ভাবনা ও সুযোগ তৈরি করতে পেরেছিলাম।”

দু’দলের মধ্যে শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াই আগামী বুধবার কাম্প নউয়ে। বিলবাওয়ের মাঠে হারলেও গোল ব্যবধান কম হওয়ায় অনেকটাই সন্তুষ্ট বার্সেলোনা কোচ।

“এটা কঠিন হবে। কিন্তু (দ্বিতীয় লেগে) আমাদের কোনো গোল খাওয়া চলবে না।”

“এটা (প্রথম লেগের ফল) কঠিন একটি চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।  আমরা এই অবস্থায় আমাদের সমর্থকদের পাশে চাই।”

ম্যাচে বেশ ক’টি বিতর্কিত সিদ্ধান্তের কারণে রেফারির সমালোচনাও করেন এনরিকে।