তেভেস চীনে যাক চাননি বাউসা

কার্লোস তেভেস চীনের সাংহাই সেনহুয়াতে নাম লেখানোয় খুশি হননি আর্জেন্টিনা দলের কোচ এদগার্দো বাউসা। তিনি চেয়েছিলেন, বোকা জুনিয়র্সেই থাকুক এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 12:08 PM
Updated : 5 Jan 2017, 12:08 PM

তবে চাইনিজ সুপার লিগে খেলতে যাওয়াটা তেভেসের জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাউসা।

গত মাসে চাইনিজ সুপার লিগ (সিএসএল) এর দল সাংহাই সেনহুয়ার সঙ্গে চুক্তি করেন তেভেস। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোনালদো, বেলদের ছাপিয়ে ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ডই বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন।

বুয়েনস আইরেস ছেড়ে যাওয়া ৩২ বছর বয়সী তেভেসের জন্য আর্জেন্টিনা দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না আশ্বস্ত করেছেন বাউসা। রেডিও কন্টিনেন্টালকে আর্জেন্টিনা কোচ জানান, ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের প্রতি নজর থাকবে তার।

“আমি চেয়েছিলাম, সে আর্জেন্টিনায় খেলা চালিয়ে যাক।”

“তবে আমি তাকে অনুসরণ করবো। কারণ আমি সব সময় তার বিষয়টি মাথায় রাখি। …. সে যে কোনো কিছু করতে সক্ষম।”

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনা আগামী ২৩ মার্চ নিজেদের মাঠে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। এর পাঁচ দিন পর মেসিরা খেলতে যাবে বলিভিয়াতে।

ম্যাচ দু’টির জন্য ইন্টার মিলানের অধিনায়ক মাউরো ইকার্দি আর্জেন্টিনা দলে ডাক পেতে পারেন বলে জানিয়েছেন বাউসা।