‘ব্যাক-আপ’ খেলোয়াড়দের প্রশংসায় জিদান

বিশ্রামে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। চোট সমস্যায় আগে থেকেই দলের বাইরে গ্যারেথ বেল ও পেপেসহ কয়েকজন। করিম বেনজেমাকেও বেঞ্চে রেখে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্যাক-আপ খেলোয়াড়রা তাদের অভাব বেশি বোধ করতে দেননি জিনেদিন জিদানকে। স্প্যানিশ কাপে সেভিয়াকে হারানোর পর শিষ্যদের তাই প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 11:12 AM
Updated : 5 Jan 2017, 11:14 AM

কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল।

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের এই জয়ে জোড়া গোল করেন হামেস রদ্রিগেস। অপর গোল রাফায়েল ভারানের। মূল তারকারা না খেললেও তাই সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৮তম ম্যাচে অপরাজিত রইল স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। 

রিয়ালের প্রধান কোচ হিসেবে এক বছর পূর্ণ করা জিদান সাংবাদিকদের বলেন, “আমাদের কিছু খেলোয়াড় অনুপস্থিত ছিল জানা থাকায় অন্যদের আরও ভালোভাবে এগিয়ে আসতে এবং বাড়তি কাজ করতে হতো। বিষয়গুলো ভালোভাবেই হয়েছিল।

“আমরা এখন যা করছি (অপরাজিত থাকা), তা সহজ নয়। আমি এর জন্য আমার সব খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই।”

প্রথমার্ধেই এগিয়ে যাওয়ায় জয় পেতে সহজ হয়েছে বলে জানান জিদান।

“প্রথমার্ধে আমরা একটি পরিপূর্ণ খেলা উপভোগ করেছি। সেভিয়াকে তিন গোলে হারানো সহজ কাজ নয়।”

সেভিয়ার মাঠে ১২ জানুয়ারি দু’দলের মধ্যকার ফিরতি লেগের ম্যাচ হবে।