চোট পেয়ে মাঠের বাইরে পেপে

চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার পেপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 03:23 PM
Updated : 3 Jan 2017, 03:23 PM

মঙ্গলবার রিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে পেপের বাঁ-পায়ের পিছনের মাংসপেশিতে আঘাত পাওয়ার কথা জানানো হয়। তবে এই পর্তুগিজ খেলোয়াড়কে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, এ বিষয়ে কিছু জানায়নি তারা।

বুধবার কোপা দেল রের সেরা ষোলোর প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচে পেপে যে খেলতে পারছেন না, তা মোটামুটি নিশ্চিত।

সেভিয়ার সঙ্গে ম্যাচের পর শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে খেলবে রিয়াল।

ক্লাবের হয়ে পেপে শেষ খেলেছেন গত ১০ ডিসেম্বর, দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে। এরপর দলের সঙ্গে ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে গেলেও কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি তার।

ওই প্রতিযোগিতায় সেমি-ফাইনালে ক্লাব আমেরিকা ও ফাইনালে কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে শিরোপা জেতে জিনেদিন জিদানের দল।