ফাইনালের কৌশল নিয়ে মুখ খুললেন না কোচ

গ্রুপ পর্বে রক্ষণাত্মক কৌশল নিয়ে শক্তিশালী ভারতকে রুখে দেওয়ার লক্ষ্যে সফল হয়েছিল বাংলাদেশ। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবার স্বাগতিকদের পাওয়ার পর এবারের কৌশল নিয়ে মুখ খুললেন না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

ক্রীড়া প্রতিবেদকশিলিগুড়ি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 08:06 PM
Updated : 2 Jan 2017, 08:06 PM

তবে কৌশল যাই হোক সাফের শিরোপা নিয়ে দেশে ফেরার স্বপ্নই দেখছেন কোচ।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে মালদ্বীপকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। দিনের প্রথম সেমি-ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারায় সাফের টানা তিনবারের চ্যাম্পিয়ন ভারত। এই ভারতকে গ্রুপ পর্বে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিলেন ছোটন।  

গ্রুপ পর্বের মতো ফাইনালে ভারতকে রক্ষণাত্মক কৌশলে বাংলাদেশ আটকে দিতে চাইবে কিনা, এমন প্রশ্নের জবাবে ছোটনের মুখে ছিপি।

“এর আগে আমরা ভারতের সঙ্গে রক্ষণাত্মক খেলেছি। আজ মালদ্বীপের বিপক্ষে খেলেছি আক্রমণাত্মক। পরিস্থিতির কারণে কৌশল দুই রকম হয়েছে। ফাইনাল এক ম্যাচের খেলা। আগেও বলেছি ভারত শক্তিশালী দল। তাদের বিপক্ষে কৌশল তো একটা ঠিক করবই; সেটা এখন প্রকাশ করতে চাচ্ছি না। যে পরিকল্পনাই থাকুক, মেয়েরা তাদের শতভাগ দিয়ে খেলবে।”

“ফাইনালে যেহেতু উঠেছি, সেহেতু আমি জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব। তা কৌশল যাই হোক না কেন।”

আগামী বুধবার ভারত টানা চতুর্থ ও বাংলাদেশ প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে।