নেইমারকে হারিয়ে সেরা কৌতিনিয়ো

সাম্বা গোল্ড ট্রফি জয়ের হ্যাটট্রিক করা হলো না নেইমারের। বার্সেলোনা তারকাকে হারিয়ে এ বছর ইউরোপে খেলা ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কারটি জিতেছেন লিভারপুলের ফিলিপে কৌতিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2016, 03:52 PM
Updated : 31 Dec 2016, 03:52 PM

সাংবাদিক, বর্তমান ও সাবেক পেশাদার ফুটবলার ও সমর্থকদের মিলিয়ে ৩২.১৩ শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হন কৌতিনিয়ো।

এ বছর লিভারপুলের হয়ে ১৩ গোল করা এই আক্রমণাত্মক মিডফিল্ডার জাতীয় দলের হয়েও আলো ছড়ান।

২০১৪ ও ২০১৫ সালের জয়ী তারকা ফরোয়ার্ড নেইমার ও রিয়াল মাদ্রিদের ডিভেন্সিভ-মিডফিল্ডার কাসেমিরোকে হারিয়ে পুরস্কারটি জেতেন ২৪ বছর বয়সী কৌতিনিয়ো।

গত মৌসুমে ক্লাবের হয়ে লা লিগা ও কোপা দেল রে জয়ী নেইমার ২৭.৮৮ শতাংশ ভোট পেয়েছেন। প্রথমবারের মতো দেশকে অলিম্পিক ফুটবলে সোনা জেতাতেও নেতৃত্ব দেন তিনি। রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতা কাসেমিরো পেয়েছেন ১৩.৩৫ শতাংশ ভোট।

রিয়ালের ডিফেন্ডার মার্সেলো চতুর্থ ও লিভারপুলের আরেক মিডফিল্ডার রবের্তো ফিরমিনো পঞ্চম হয়েছেন।