ব্যালন ডি’অর ছাড়াই সুখী নেইমার

অন্য সবার মতো নেইমারও ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখেন। তবে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার পাওয়ার জন্যে বাড়তি চাপ নিতে রাজি নন বার্সেলোনা তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 09:42 AM
Updated : 27 Dec 2016, 09:42 AM

ক্যারিয়ারে পুরস্কারটি যদি কখনও নাও পান তাতেও তার কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিলেন নেইমার।

লা লিগার অফিসিয়াল ওয়েবসাইটে নেইমার বলেন, “বার্সেলোনাতে, এই দলে এবং আমার জীবন নিয়ে আমি খুব আনন্দে আছি। অবশ্যই ব্যালন ডি’অর জেতা আমার লক্ষ্য, কিন্তু এর জন্যে আমি নিজেকে খুন করব না।”

২০১৫ সালের বর্ষসেরার দৌড়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন নেইমার। আর এবারের ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে হয়েছেন পঞ্চম। মেসি ও অঁতোয়ান গ্রিজমানকে পিছনে ফেলে এবার জেতেন রোনালদো। চতুর্থ হন লুইস সুয়ারেস।

তবে তাতে মোটেও হতাশ নন রিও দে জেনেইরো অলিম্পিকে ব্রাজিলকে সোনা জেতানো ২৪ বছর বয়সী এই তারকা।

“আমি সুখী হতে চাই এবং বার্সেলোনায় আমি সুখে আছি। ব্যালন ডি’অর না জিতলে এটা কোনো সমস্যা নয়।”

“ব্যালন ডি’অর জেতার জন্য আমি ফুটবল খেলি না। আমি ফুটবল খেলি সুখী হওয়ার জন্য কারণ আমি এটাকে ভালোবাসি এবং ফুটবল খেলতে চাই।"

গত মৌসুমে ক্লাবের হয়ে লা লিগা ও কোপা দেল রে জিতেছিলেন নেইমার। লিগের গত আসরে ২৪টি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ১২টি।