হাল সিটিকে হারিয়ে দ্বিতীয় গুয়ার্দিওলার সিটি

পয়েন্ট তালিকার তলানিতে থাকা হাল সিটির বিপক্ষে শুরুতে বেশ লড়াই করতে হলেও শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৩-০ গোলে জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 07:32 PM
Updated : 26 Dec 2016, 07:33 PM

সোমবার প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ইয়াইয়া তুরে ও কেলেচি লিহেনাচো। অন্য গোলটি আত্মঘাতী।
 
প্রথমার্ধে ছন্দহীন সিটি ৭২তম মিনিটে প্রথম গোলের দেখা পায়। অতিথিদের ডি বক্সে ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকেই দলকে এগিয়ে দেন তুরে।
 
ছয় মিনিট পর নিজেদের অর্ধ থেকে দারুণ গোছানো এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। কেভিন ডি ব্রুইনের পাস ধরে ছয় গজ বক্সে বল বাড়ান দাভিদ সিলভা। আলতো টোকায় বাকিটুকু সারেন নাইজেরিয়ার ফরোয়ার্ড লিহেনাচো।
 
যোগ করা সময়ের একেবারে শেষমুহূর্তে বাঁ-দিক থেকে স্টার্লিংয়ের গোলমুখে বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ইংলিশ ডিফেন্ডার ডেভিস। 
 

লিগে ম্যানচেস্টার সিটির এটা টানা তৃতীয় ও সর্বমোট দ্বাদশ জয়। এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯।
শীর্ষে থাকা চেলসি ৩-০ গোলে বোর্নমাউথকে হারিয়েছে। আন্তোনিও কোন্তের দলের পয়েন্ট ৪৬। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৩৭।
অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়েছে আর্সেনাল। চতুর্থ স্থানে থাকা আর্সেন ভেঙ্গারের দলের পয়েন্টও ৩৭।
সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে লেস্টার সিটি। ১৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে শিরোপাধারীরা।