বিজয় দিবস হকির মুকুট ধরে রাখল নৌবাহিনী

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে সেনাবাহিনীকে ৩-২ গোলে হারিয়ে বিজয় দিবস হকির মুকুট ধরে রাখল বাংলাদেশ নৌবাহিনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 12:50 PM
Updated : 26 Dec 2016, 12:50 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার ফাইনালে দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।

৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় সেনাবাহিনী। ৬৫তম মিনিটে জাতীয় দলের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির গোলে সমতায় ফেরে নৌবাহিনী।

টাইব্রেকারে নৌবাহিনীর রোমান,কৃষ্ণ ও জিমি গোল করেন; লক্ষ্যভেদে ব্যর্থ কৌশিক ও রাব্বি। সেনাবাহিনীর হয়ে গোল করতে ব্যর্থ হন হাসান যুবায়ের নিলয়,নাইম ও পুস্কর ক্ষীসা মিমো; রানার্সআপ দলটির দুই গোলদাতা সাব্বির ও মিলন।

শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় নৌবাহিনী অধিনায়ক জিমি টেনে আনেন গ্রুপ পর্বের ৪-৪ ড্র প্রসঙ্গ, “গ্রুপ পর্বে সেনাবাহিনীর সঙ্গে আমরা ড্র করেছিলাম। কিন্তু ফাইনাল জিততে বদ্ধপরিকর ছিলাম। দলকে জেতাতে পেরে আমি সন্তুষ্ট।”

পেনাল্টি শ্যুট আউটে গোল করতে না পারা সেনাবাহিনীর তারকা খেলোয়াড় মিমো হারের কারণ প্রসঙ্গে বলেন, “কয়েকটি পেনাল্টি কর্নার পেয়েও আমরা মিস করেছি। নিজেও পেনাল্টি শ্যূট আউটে গোল করতে পারিনি।”