শিরোপা স্বপ্নে ধাক্কা খেল চট্টগ্রাম আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে চট্টগ্রাম আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় বন্দরনগরীর ক্লাবটির চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 10:58 AM
Updated : 26 Dec 2016, 12:08 PM

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১তম রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।  

৩১তম মিনিটে মামুনুলের দুর্দান্ত গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। তার নেওয়া দারুণ কর্নার কিক বাঁক খেয়ে দ্বিতীয় পোস্টে লেগে জালে জড়ায়।

৪৮তম মিনিটে মুক্তিযোদ্ধার সমতাসূচক গোলটিও ছিল চমৎকার। ডি বক্সের ঠিক বাইরে থেকে হাওয়ায় ভাসানো জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন জাভেদ খান।

৮৭তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর সামনে আবারও দুর্ভাগ্য বাধ সাধে, তাদের একটি গোলের প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। প্রথমার্ধেও তাদের একটি শট পোস্টে লেগেছিল।

এই ড্রয়ের পর চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট হলো ২১ ম্যাচে ৪৪।

৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনী লিমিটেড দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। ওই ম্যাচে উত্তর বারিধারাকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির।

২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মুক্তিযোদ্ধা।