বার্সা ছাড়া কোথাও না: এনরিকে

বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি শেষ হতে খুব বেশি বাকি নেই। তবে আগেভাগেই কোচ লুইস এনরিকে জানিয়ে দিলেন, বার্সেলোনা ছাড়া আর কোনো দলের দায়িত্ব নেবেন না তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2016, 10:03 AM
Updated : 25 Dec 2016, 10:03 AM

চলতি মৌসুম শেষে ৪৬ বছর বয়সী এনরিকের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের কোনো খবর এখনও গণমাধ্যমে আসেনি। তবে এনরিকে বার্সা টিভিকে নিজের মনোভাব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।

“আমি হয় এখানে (বার্সেলোনায়) থাকব, নয়ত কোথাও নয়। আমার সময় আছে এবং (আশা করি) ক্লাব আমার পাশে থাকবে।”

২০১৪ সালের মাঝামাঝি বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর দুটি করে লা লিগা ও কোপা দেল রে এবং ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন এনরিকে।

চলতি লা লিগায় রিয়াল মাদ্রিদের পেছনে আছে বার্সেলোনা। তবে কাম্প নউয়ে সুখে থাকার কথা বার্সা টিভিকে জানিয়েছেন স্পেনের এই কোচ।

“কোনো সন্দেহ নেই আমি সেরা দল, সেরা ক্লাব, সেরা খেলোয়াড়দের সঙ্গে আছি। নিজের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে আছি।”

“কিন্তু এই চাকরিটা নিয়ে আরও একটা বিষয় আছে, এটা খুব কঠিন। … পরের কয়েকটি মৌসুম বিবেচনা করার ক্ষেত্রে এটা নেতিবাচক দিক হিসেবে আমার বিবেচনা করতে হবে।”