টাইব্রেকারে ইউভেন্তুসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ মিলানের

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ইউভেন্তুসকে ৪-৩ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছে এসি মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 05:54 AM
Updated : 24 Dec 2016, 05:54 AM

এ জয়ে ইউভেন্তুসের সর্বোচ্চ সাতটি ইতালিয়ান সুপার জয়ের রেকর্ডে ভাগ বসাল মিলান।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুক্রবার রাতে দুই দলের নির্ধারিত নব্বই মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি।

ম্যাচের অষ্টাদশ মিনিটে অধিনায়ক জর্জো কিয়েল্লিনির গোলে এগিয়ে যায় গত আসরের শিরোপা জয়ী ইউভেন্তুস। ২০১১ সালে সর্বশেষ এই শিরোপা জেতা এসি মিলানকে ৩৪তম মিনিটে সমতায় ফেরান ইতালির মিডফিল্ডার জাকোমো বোনাভেনতুরা।

টাইব্রেকারে ইউভেন্তুসের দুই ফরোয়ার্ড মারিও মানজুকিচ ও পাওলো দিবালা লক্ষ্যভেদে ব্যর্থ হন। ক্রোয়েশিয়ার মানজুকিচ পোস্টে মারেন। আর আর্জেন্টিনার দিবালার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

অন্যদিকে জানলুকা লাপাদুলার নেওয়া প্রথম পেনাল্টি সহজে রুখে দিয়েছিলেন ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফন। তবে বোনাভেনতুরা, ইউরাই কুচকা, সুসো ও মারিও পাসালিচ লক্ষ্যভেদ করলে রোমাঞ্চকর জয় পায় মিলান।