লাইপজিগের স্বপ্নে ধাক্কা দিল বায়ার্ন

লাইপজিগের বুন্ডেসলিগা শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা দিয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে ৩-০ গোলে জিতে এ মৌসুমে চমক দেখানো দলটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2016, 06:03 AM
Updated : 22 Dec 2016, 06:03 AM

১৬ রাউন্ডের পর ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাইপজিগ।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল। ম্যাচের সপ্তদশ মিনিটে আলকানতারার গোলে এগিয়ে যাওয়া বায়ার্ন ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় চাভি আলোনসোর গোলে।

৩০তম মিনিটে ফিলিপ লামকে ফাউল করে এমিল ফর্সবার্গ লালকার্ড দেখলে লাইপজিগের ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে থেকে রবের্ত লেভানদোভস্কি পেনাল্টির সহজ সুযোগ কাজে লাগালে লিগে বায়ার্নের টানা পঞ্চম জয় নিশ্চিত হয়ে যায়। বুন্ডেসলিগায় এ মৌসুমে পোলিশ এই স্ট্রাইকারের গোল হলো ১২টি।

পরে ফ্রাঙ্ক রিবেরির শট ক্রসবারে প্রতিহত হলেও বায়ার্নের ১৬ ম্যাচে দ্বাদশ জয় আটকায়নি। শীর্ষে থেকেই তাই বড়দিনের ছুটি কাটাবেন আনচেলত্তি ও তার শিষ্যরা।