খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞা কমল রিয়ালের

রিয়াল মাদ্রিদের ওপর খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞা দলবদলের এক মৌসুমের জন্য কমিয়েছে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 05:14 PM
Updated : 20 Dec 2016, 05:14 PM

কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) এই সিদ্ধান্ত মঙ্গলবার রিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে। আগামী গ্রীস্মের ‘ট্রান্সফার উইন্ডো’তে নতুন খেলোয়াড় কিনতে পারবে স্পেনের সফলতম দলটি।

১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের উপর দলবদলের দুই উইন্ডোতে খেলোয়াড় চুক্তিবদ্ধ করায় নিষেধাজ্ঞা গত জানুয়ারিতে দেয় ফিফা।

২০১৪ সালে একই অভিযোগে নিষিদ্ধ হয়েছিল স্পেনের আরেক দল বার্সেলোনা।

নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে রিয়ালের আবেদন গত সেপ্টেম্বর প্রত্যাখ্যাত হওয়ার পর দলটি ক্রীড়ার সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়।